Subhankar Sarkar: ব্যাটন হাতেই নিয়েই কী সিদ্ধান্ত নিলেন প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি শুভঙ্কর সরকার?

প্রাক্তন অধীর রঞ্জন চৌধুরী। প্রদেশ কংগ্রেসের নয়া সভাপতি হলেন শুভঙ্কর সরকার। তাঁর আমলে রাজ্যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সমীকরণ কী হবে, সেই নিয়ে প্রশ্ন ঘুরছে। সেই আবহে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ খুললেন শুভঙ্কর। তিনি আরও বলেন, ''মানুষের চাহিদাই আমার কাছে প্রাধান্য পাবে। মানুষ যা চাইছেন, সেদিকেই আমাদের দলকে চালিত করতে হবে। তৃণমূল আমার কাছে একটি রাজনৈতিক দল। তারা যদি সঠিক ভাবে গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করতে পারে, তাহলে আমি অহেতুক তৃণমূলের বিরোধিতা করব না। আমার দলের কথা নিশ্চিত ভাবে বলব। কাল যদি কোনও কারখানা গড়ে ওঠে, বাংলার শিল্পের উন্নয়ন ঘটবে, আমি নিশ্চিত ভাবে সরকারকে সমর্থন করব। কিন্তু সেই শিল্প তৈরি করতে গিয়ে তৃণমূলের লোকেরা যদি চাঁদা তোলেন, তার বিরোধিতা করব। আমরা গতদিন পর্যন্ত বামেদের সঙ্গে ছিলাম। বামেদের সিনিয়র নেতাদের সঙ্গে প্রচার করেছি। আমি আজ সভাপতি হয়েছি। আমি যদি এখনই বলে দিই, বামেদের সঙ্গে নেই, তৃণমূলের সঙ্গে আছি, বা তৃণমূলের সঙ্গে নেই, বামেদের সঙ্গে নেই...আমাকে এই জন্য সভাপতি করা হয়নি। আমাকে সভাপতি করা হয়েছে কংগ্রেসকে শক্তিশালী করতে।''

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola