Suvendu Adhikari: হাইকোর্টের নির্দেশে নন্দীগ্রাম দিবস পালন করেন শুভেন্দু অধিকারী | ABP Ananda Live
Continues below advertisement
Suvendu Adhikari: হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে নন্দীগ্রাম দিবস (Nandigram diwas) পালন করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।নন্দীগ্রামের আন্দোলন কোনও নির্দিষ্ট নেতা-নেত্রীর আন্দোলন ছিল না। এই আন্দোলন ছিল জনগণের। তৃণমূল (TMC) এই এলাকা, শহিদ দিবস দখল করার চেষ্টা করেছিল। সিপিএমকে (cpm) সাফ করেছি, এবার পিসি-ভাইপোকেও গ্যারাজ করব। আগামী বছর ভাইপো ভিতরে থাকবে। গোকুলনগরে নন্দীগ্রাম দিবস পালন করে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। শুভেন্দুই জেলে যাবেন, পাল্টা আক্রমণ করেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।
Continues below advertisement