Suvendu Tapan Tussle: বিধানসভায় শুভেন্দু অধিকারী-তপন চট্টোপাধ্যায়ের বচসায় নতুন মোড়। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: বিধানসভায় শুভেন্দু অধিকারী-তপন চট্টোপাধ্যায়ের বচসা। অনভিপ্রেত ঘটনা, বললেন স্পিকার। গতকাল পুরনো আক্রমণের জবাব দিতে গিয়ে শুভেন্দুর দিকে তেড়ে যান তৃণমূল বিধায়ক। বাক বিতণ্ডায় জড়ান শুভেন্দু অধিকারী-তপন চট্টোপাধ্যায়। 'গতকাল দুই বিধায়ক মধ্যে যে ঘটনা ঘটেছিল, তা অনভিপ্রেত'।'দুই জনই অভিযোগ করেছেন, আমি মার্শালের সঙ্গে কথা বলেছি'।এটা না ঘটলেই ভাল হত: স্পিকার। 'সবাইকে অনুরোধ করব বাইরের রাজনৈতিক ঘটনা ভিতরে টেনে আনবেন না'। 'বিধানসভার অন্দরে উত্তেজনা থাকে, কিন্তু বন্ধুত্ব মূলক আচরণ করা উচিত'।'নিরাপত্তার অভাব বোধ করার কিছু নেই' । 'তবে কেউ যদি ভয় পান, তাহলে এমন কোনও আচরণ করা উচিত নয়'। গতকালের ঘটনা নিয়ে মন্তব্য বিধানসভার স্পিকারের। স্পিকারের বক্তব্যের পর বিধানসভায় প্রতিবাদ বিজেপি বিধায়কদের।'শাসক এমন আক্রমণ করলে কি আমাদের চুপ করে শুনতে হবে?' প্রশ্ন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের ।আপনারা এমন কিছু বলবেন না, যাতে কেউ অসম্মানিত হন, মন্তব্য স্পিকারের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram