Suvendu Adhikari : বিদেশযাত্রার খতিয়ান তুলে ধরে এক জনপ্রতিনিধিকে নিশানা শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari :  বিদেশযাত্রার খতিয়ান তুলে ধরে এক জনপ্রতিনিধিকে নিশানা শুভেন্দু অধিকারীর। 'এক দশকের বেশি সময় ধরেও এক জনপ্রতিনিধি মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে পারেননি'। 'কিন্তু তিনি বারবার পাড়ি দিয়েছেন বিদেশে'। '২০১৪-র পর সেই বিদেশযাত্রা কার্যত স্বর্ণযুগে পরিণত হয়'। 'অগুন্তি টাকা বিদেশের অ্যাকাউন্টে জমা করা হয়েছে'। 'অথচ ২০০৯ থেকে সাংসদ হওয়ায় ডিপ্লোমেটিক পাসপোর্ট থাকা সত্ত্বেও ব্যবহৃত হয়নি'. 'একটা ভিসা স্ট্যাম্পও পড়েনি পাসপোর্টে'।'শুনলাম সেই উচ্চকাঙ্খী ভয় পেয়েছেন, কারণ তাঁকে শীঘ্রই নামিয়ে আনা হবে'। ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola