Subodh Singh: সুবোধকে জেরায় উঠে এল বিস্ফোরক তথ্য। ABP Ananda Live

West Bengal News: গ্যাংস্টার সুবোধ সিংহের (Subodh Singh) নির্দেশেই ব্যবসায়ীকে হুমকি ফোন', জেরায় স্বীকার সুবোধের অন্যতম শাগরেদ রওশন যাদবের, পুলিশ সূত্রে খবর। 'ব্যারাকপুরের (Barrackpore News) ব্যবসায়ী তাপস ভকতকে হুমকি ফোনের কথা স্বীকার রওশনের', বিহারের বেউড় জেল থেকে রাজ্যে আনা হয়েছে রওশন ওরফে তাঁতিয়াকে। ব্যবসায়ীকে হুমকি ফোন থেকে মণীশ শুক্লা খুন। একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রওশনের বিরুদ্ধে। ভাঙড়ে (Bhangar News))চোর সন্দেহে পিটিয়ে মারার অভিযোগে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে রুজু হয়েছে খুনের মামলা। গতকাল ভোরে যে দোকানের সামনে আজগর মোল্লাকে বেঁধে পেটানো হয় বলে অভিযোগ, সেই দোকানের মালিক সাহারুল মোল্লা ও আরেক ব্যবসায়ী সৈকত মণ্ডল গ্রেফতার হয়েছেন। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola