Suchetana Bhattacharya: 'আমি মানসিকভাবে একজন ট্রান্সম্যান', সুচেতন হতে চাইছেন বুদ্ধদেব-কন্যা

Continues below advertisement

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Chief Minister) বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharjee) মেয়ে সুচেতনা ভট্টাচার্য (Suchetana Bhattacharjee)। সুচেতনা হতে চাইছেন সুচেতন। সেই মতো নিচ্ছেন আইনি পরামর্শও। কারণ, সুচেতনার বক্তব্য তিনি মানসিকভাবে একজন ট্রান্সম্যান (Transman)। এ প্রসঙ্গে তিনি বলেন, বাবা এবং আমি প্রগতিশীল। যারা কমিউনিস্ট (Communist) শব্দটা ভালোভাবে বোঝেন না, তাদের বোঝানো উচিত, এর সঙ্গে কমিউনিজমের কোনও সম্পর্ক নেই।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram