Sudip Bandyopadhyay: কলকাতা উত্তরে তৃণমূলের হয়ে ভোটের ময়দানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সম্মুখ সমরে একদা সতীর্থ তাপস রায়
কলকাতা উত্তরে এবারও তৃণমূলের হয়ে ভোটের ময়দানে সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর সঙ্গে সমমুখ সমরে পুরনো সতীর্থ তাপস রায়। চেনা ময়দানেও তাই জোরদার প্রচারে বর্ষীয়ান তৃণমূল প্রার্থী।