Shantanu Sen: শান্তনু সেনকে সরাতে স্বাস্থ্য ভবনে পাঠানো সুদীপ্ত রায়ের চিঠি ঘিরেও বিতর্ক | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: শান্তনু সেনকে সরাতে স্বাস্থ্য ভবনে পাঠানো সুদীপ্ত রায়ের চিঠি ঘিরেও বিতর্ক  । এক ইস্যুতে দুটি চিঠি ঘিরে প্রশ্ন তুলল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স । মেডিক্যাল কাউন্সিলের একাধিক বৈঠকে গরহাজির ছিলেন শান্তনু সেন । স্বাস্থ্য ভবনে পাঠানো একটি চিঠিতে গরহাজির থাকা ৬টি বৈঠকের তারিখ উল্লেখ । একই ইস্যুতে আরেরটি চিঠি সামনে আনল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স  যেখানে মোডিক্যাল কাউন্সিলের আরও দুটি তারিখের উল্লেখ । ৯ ও ১০ অগাস্টের বৈঠকের কথা উল্লেখ নেই প্রথম চিঠিতে । ৯ অগাস্ট আর জি কর মেডিক্যালে চিকিৎসকের দেহ উদ্ধার হয় । ওইদিন মেডিক্যাল কাউন্সিলের একাধিক প্রভাবশালীকে আর জি করে দেখা যায় বলে অভিযোগ । 'প্রথমে দুটি তারিখ উল্লেখ থাকলেও পরে কেন বাদ?' । তদন্তের দাবিতে সরব জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram