ঘণ্টাখানেক সঙ্গে সুমন: পর্ব ২ (২৬.০৯.২২) আশ্বাসে ভিজল না চিঁড়ে, পরিবহণ সঙ্কটে দুর্ভোগ

ঘণ্টাখানেক সঙ্গে সুমন: উত্তরপত্রে ফের বদল করে নম্বর বাড়ানো হয়েছিল অযোগ্যদের। ধরা পড়েছে হাজারেরও বেশি গরমিল। নিয়োগ-দুর্নীতির তথ্য কোর্টে পেশ সিবিআইয়ের। হেফাজতে পেয়েও সুবীরেশকে জেরা নয় কেন? সিবিআইকে ভর্ত্‍‍সনা হাইকোর্টের। জেল হেফাজতে উত্তরবঙ্গের উপাচার্য। প্রাথমিকে প্রায় ৪ হাজারজনের চাকরি প্রক্রিয়া শুরুর নির্দেশ। বেয়াড়া থেকে বড়বাবু, সবার সঙ্গে আঁতাঁত। সৎ রঞ্জন নিয়ে চার্জশিটে বিস্ফোরক ইডি। বেয়াড়া থেকে বড়বাবু, সবার সঙ্গে আঁতাঁত। সৎ রঞ্জন নিয়ে চার্জশিটে বিস্ফোরক ইডি। আশ্বাসে ভিজল না চিঁড়ে, পরিবহণ সঙ্কটে দুর্ভোগ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola