Sujan Chakraborty: একজন সাংসদ আইনের প্রতি যাদের বিশ্বাস নেই তাদের মতো কথা বললে তা খুব বিপজ্জনক:সুজন।Bangla News

বিচারব্যবস্থার একাংশকে নিশানা করায় রাজ্যপালের তোপে অভিষেক। এই প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, ‘গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন তা অবাঞ্ছিত। আইনের প্রতি যাদের বিশ্বাস ও ভরসা নেই তাঁরা যেই ভাষায় কথা বলেন, একজন সাংসদ সেই ভাষায় কথা বললে তা খুব বিপজ্জনক। আসলে আইনের প্রতি এদের বিন্দুমাত্র ভরসা নেই এরা শুধু তোলাবাজি জানে, লুঠতরাজ জানে, চোখ রাঙাতে জানে, বেআইনি সম্পত্তি করতে জানে। পাচারকারীর রাজত্ব পশ্চিমবঙ্গে চলবে এটা মেনে নেওয়া যায় না।‘

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola