Sujan Chakraborty: 'মুখ্যমন্ত্রীর কাজ কম পড়েছে বলেই আরও কিছুটা দায়িত্ব নিলেন', আচার্য পদ নিয়ে কটাক্ষ সুজনের।Bangla News

উপাচা‌র্যরা আর কেন ওঁর নিয়ন্ত্রণের বাইরে থাকবেন? ওঁর মতো মনুষ ‌যিনি নিরলস সাহিত্য চর্চা করে সর্বোচ্চ সম্মানটা পেয়েছেন। তাঁরই তো থাকা উচিত রাজ্যের শিক্ষা ব্যবস্থার মাথায়। মুখ্যমন্ত্রী মনে হয় কাজ কম পড়েছে। উনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মাইনোরিটি ও উদ্বাস্তু দফতরেরও উনিই মন্ত্রী। কিন্তু তাও উনি সারাদিন কাজ করে উঠতে পারছেন না, তাই আরও কিছুটা দায়িত্ব নিলেন। রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীর আচা‌র্য পদে আসীন হওয়ার প্রসঙ্গে বললেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola