Sujan Chakraborty: 'শূন্যপদে কত নিয়োগ করছেন সেটা দেখুক পর্ষদ', সরব সুজন
আন্দোলনকারীদের দাবি অন্যায্য, আইনানুগ নয়, জানিয়ে দিল পর্ষদ। ‘বয়সের ঊর্ধ্বসীমা নিয়েও কিছু করার নেই আমাদের', আন্দোলনকারীদের দাবি উড়িয়ে সরকারের কোর্টে ঠেলল প্রাথমিক পর্ষদ। এ প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, 'শূন্যপদে কত নিয়োগ করছেন সেটা দেখুক পর্ষদ। নবান্নে পিছনে না ঘুরে।'
Tags :
Bangla News Bangla News Live Sujan Chakraborty Bengali News ABP Ananda LIVE CPIM ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News JOB