Sujan Chakraborty: কালীগঞ্জে বোমায় নিহত বালিকা, ভাইরাল ফুটেজ প্রকাশ্যে। কী বললেন সুজন চক্রবর্তী ?

ABP Ananda LIVE : কালীগঞ্জে বোমায় নিহত বালিকা, নতুন ভাইরাল ফুটেজ প্রকাশ্যে।প্রায় তিন বছর আগের ফুটেজ ভাইরাল ।তিন বছর আগের ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছে বোমাকাণ্ডে ধৃত আনোয়ার শেখকে হুমকি দিতে।যারা পালিয়েছে, তাদের ৭০ বছরেও ঢুকতে দেব না, ঘরছাড়াদের ভাইরাল ফুটেজে হুমকি আনোয়ারের।পুলিশের সামনেই যা করার করব, হুমকি আনোয়ারের।'ভাইরাল ভিডিওয় দেখা যাওয়া আনোয়ার ছিল হামলাকারীদের মধ্যে'।ভিডিও দেখে জানালেন তামান্নার মা।

 

Shubhanshu Shukla: আন্তর্জাতিক স্পেস স্টেশনের কাছাকাছি শুভাংশুরা

আন্তর্জাতিক স্পেস স্টেশনের কাছাকাছি শুভাংশুরা। 'নমস্কার দেশবাসী, ৪১ বছর পর আমরা আবার মহাকাশে। অসাধারণ একটা যাত্রা, পৃথিবীর চারদিকে প্রতি সেকেন্ডে সাড়ে ৭ কিলোমিটার বেগে ঘুরছি', মহাকাশ স্টেশনের পথে যেতে যেতে বার্তা শুভাংশু শুক্লার। আজ বিকেল সাড়ে চারটেয় স্পেস স্টেশনে পৌঁছবে ড্রাগন স্পেস এয়ারক্রাফট। নামার আগে স্পেস স্টেশনের গতির সঙ্গে তাল মেলাতে হবে স্পেসক্রাফটকে। গতির সঙ্গে তাল মিলিয়ে মহাকাশযানকে আনতে হবে স্পেস স্টেশনের একই স্তরে। স্পেস স্টেশনের হারমনি মডিউলের মহাকাশের মুখোমুখি পোর্টে পৌঁছবে মহাকাশযান। স্পেস স্টেশনে পৌঁছনোর পর মহাকাশে খাদ্য ও পুষ্টি নিয়ে গবেষণা করার কথা শুভাংশুর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola