Sujan Chakraborty: 'আর জি কর নিয়ে একবার শুধু উচ্চারণ করলেন!', শাহকে কটাক্ষ সুজনের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর নিয়ে একবার শুধু উচ্চারণ করলেন! মমতাকে খুশি রাখাটা বিজেপির কাজ। তৃণমূল-বিজেপি বনধুত্ব আরও একবার প্রকাশ্যে। বিচারের দাবিতে আন্দোলনের পাশে দাঁড়াতে পারলেন না...স্পষ্ট, কটাক্ষ সুজনের
আরও খবর..
বিজেপিকে বাদ দিয়ে কোনও আন্দোলন সফল হতে পারে না', আরজি কর কাণ্ড নিয়ে দাবি শুভেন্দুর। তিনি আরও বলেন, "জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অপমৃত্যু ঘটেছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের শুরুটা ভাল, কিন্তু শেষটা খারাপ। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসা ঠিক হয়নি, এটা মানুষ ভাল ভাবে নেয়নি।"
পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ করতে দেব না, দাবি শুভেন্দুর। তিনি আরও বলেন, "বাংলায় সনাতনীদের একজোট হতে হবে। বাংলার ৮০ শতাংশ হিন্দু ভোট একত্রিত করতে হবে।"
"সন্দেশখালি থেকে আরজি কর, বাংলা সুরক্ষিত নয় মহিলারা", অভিযোগ অমিত শাহের। ২০২৬ সালে রাজ্যে সরকার পরিবর্তনের ডাক দিয়ে তিনি আরও বলেন, "ওড়িশায় পরিবর্তন হয়েছে। এবার ২৬-এ বাংলা পরিবর্তন হবে। এর জন্য পশ্চিমবঙ্গ থেকে এক কোটি সদস্য সংগ্রহ করতে হবে।"