Sujan on Abhishek: পাচারকারীদের প্রতিনিধিত্ব করার মতো কথা, অভিষকেকে নিশানা সুজনের | Bangla News

Continues below advertisement

বিচারব্যবস্থার একাংশকে নিশানা করায় রাজ্যপালের তোপে অভিষেক। "একজন সাংসদ তাঁর যাবতীয় সীমা অতিক্রম করেছেন। রাজ্যের একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ করা হচ্ছে। বিচারব্যবস্থাকে আক্রমণ আশঙ্কাজনক। যে বিচারপতি এসএসসিতে সিবিআই-নির্দেশ দিয়েছেন তাঁকে আক্রমণ নিন্দনীয়। আমি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। মুখ্যসচিবকে বলছি, গতকাল যা হয়েছে, সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ করা হোক।" শিলিগুড়িতে বললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। 

এই প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, "এটা ভয়ের আর্তনাদ । পাচারকারীরা ধরা পড়ে যাবেন। পাচারকারীদের হয়ে তাদের প্রতিনিধিত্ব করার মতো করে যদি সাংসদ কথা বলেন, সেটা সংবিধানসম্মত তো নয় বটে এবং সেটা সামাজিক বোধ সম্মতও নয়।"

অন্যদিকে অধীর চৌধুরী বলেন, "এটা কে বলল বড় কথা নয়, আদালতকে অপমান করা হচ্ছে। যে বিচারব্যবস্থা ভারতীয় সংবিধানের আইনকে ব্যাখ্যা করে তাকে সভামঞ্চে দাঁড়িয়ে গালাগালি করা, এর থেকে ঘৃণ্য, ন্যক্কারজনক ঘটনা আর কিছু হতে পারে না।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram