Sukanta Majumdar: বিজেপির অমৃত কলস যাত্রা সভায় সামিল সুকান্ত মজুমদার! মঞ্চ থেকে কী বললেন তিনি? ABP Ananda Live

BJP: আজ কলকাতায় বিজেপির অমৃত কলস যাত্রা (Amrita Kalash Jatra)। কলেজ স্কোয়ার থেকে শুরু মিছিল। আছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), দিলীপ ঘোষরা (Dilip Ghosh)। ধর্মতলার ওয়াই চ্যানেলে শেষ হবে এই ‘আমার মাটি আমার দেশ’ কর্মসূচি। বিভিন্ন ব্লক থেকে মাটি সংগ্রহ করেছে বিজেপি (BJP)। এই মাটি নিয়ে বিভিন্ন ব্লকের নেতা, কর্মীরা আজই দিল্লি রওনা দিচ্ছেন। গেরুয়া শিবিরের দাবি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে আনা মাটি দিয়েই তৈরি হবে দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের অমৃত উদ্যান। ABP Ananda Live

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola