Sukanta Majumdar: অনুপম হাজরার আক্রমণের পাল্টা কটাক্ষ সুকান্ত মজুমদারের। ABP Ananda Live

Continues below advertisement

Anupam Hazra: ফের বিস্ফোরক বিজেপি নেতা (BJP Leader) অনুপম হাজরা (Anupam Hazra) । বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) নিশানা অনুপমের। 'বিজেপি রাজ্য সভাপতিকে বলব নিজের কেন্দ্রে মন দিন','নিজের ওয়ার্ডে ২০ জন লোক নিয়ে ঘোরেন, তার মধ্যে ১৮ জন নিরাপত্তারক্ষী', দলে সিন্ডিকেট চলছে, বঙ্গ বিজেপি নেতৃত্বকে নিশানা অনুপম হাজরার। 'যে ভাবে দলে সিন্ডিকেট চলছে তাতে ৩৫ আসন স্বপ্নের মতো মনে হচ্ছে', 'প্রত্যেক জেলায় স্তাবকদের বসিয়ে রাখা হয়েছে, তাঁদের সঙ্গে আর্থিক লেনদেন রয়েছে', ঘরের শত্রু বিভীষণকে নিয়ে লড়ছি, বিস্ফোরক অনুপম হাজরাডাল ম্যায় কুছ কালা হ্যায়! অনুপম হাজরার আক্রমণের পাল্টা কটাক্ষ সুকান্ত মজুমদারের। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram