Sukanta Majumdar: 'তৃণমূল ডিগবাজিবাজ দল, সবাই চেনে', আক্রমণে সুকান্ত মজুমদার

ABP Ananda LIVE : সোমবার সংসদের বাদল অধিবেশন শুরুর আগে বৈঠকে ইন্ডিয়া জোট।  অনলাইন ইন্ডিয়া জোটের বৈঠক, যোগ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের বৈঠকে সনিয়া, রাহুল, অভিষেক, উদ্ধব, ওমর-সহ বিরোধী দলের নেতারা। ইন্ডিয়া জোটের বৈঠকে নেই আম আদমি পার্টি। 'তৃণমূল ডিগবাজিবাজ দল, সবাই চেনে', আক্রমণে সুকান্ত মজুমদার

 

West Bengal News: ইঞ্জেকশন দেওয়ার পরেই বালুরঘাট জেলা হাসপাতালে অসুস্থ ৯ প্রসূতি!

ইঞ্জেকশন দেওয়ার পরেই বালুরঘাট জেলা হাসপাতালে অসুস্থ ৯ প্রসূতি! শুক্রবার রাতে প্রসূতিদের একটি ইঞ্জেকশন দেওয়া হয়। ইঞ্জেকশন দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন প্রসূতিরা। প্রসূতিদের মধ্যে কারও শ্বাসকষ্ট, কারও জ্বর, অভিযোগ পরিবারের। অভিযোগ পেয়ে রাতেই হাসপাতালে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। হাসপাতালে আসেন বালুরঘাট থানার আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী।বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে অসুস্থদের, CCU-তে ২জন: সূত্র। অসুস্থতার কারণ এখনও জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ, দাবি পরিবারের। 'সংশ্লিষ্ট ওষুধ, ইঞ্জেকশন ও স্যালাইন সংরক্ষণ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। সোমবার উচ্চ পর্যায়ের বৈঠকে গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। রাতেই তদন্ত কমিটি গঠন', জানালেন জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারিকের। ইঞ্জেকশনকাণ্ডের প্রতিবাদে সুপারের ঘরে বাম-বিজেপির বিক্ষোভ

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola