Sukanta Majumdar: একজন মানুষ কি এত টাকা জমা করে বাড়িতে রাখতে পারেন? প্রশ্ন সুকান্তর
Continues below advertisement
এবার ফিরহাদ হাকিমকে একহাত সুকান্ত মজুমদারের। ইডি রেড করে বাংলায় ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে, বলে আজ অভিযোগ করেন ফিরহাদ। "ইডি রেড, ইডি রেড করে ব্যবসায়ীদের বার্তা দেওয়া হচ্ছে। বাংলায় থাকলে ব্যবসায়ীরা আক্রান্ত হবে, বার্তা দেওয়া হচ্ছে। বাংলার অর্থনীতিকে ধ্বংস করতে আতঙ্ক তৈরি করা হচ্ছে।" বেআইনি লেনদেনের অভিযোগে ইডির অভিযান নিয়ে আশঙ্কা ফিরহাদের।
তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপির সভাপতি বলেন, "ফিরহাদ হাকিমকে বলুন, এই যে টাকাটা পাওয়া গেছে এটা আইনি ব্যাপার না বেআইনি ব্যাপার। একজন মানুষ কি এত টাকা জমা করে তাঁর বাড়িতে রাখতে পারেন ? উনি তো মন্ত্রী, দুটো দফতর সামলাচ্ছেন। কলকাতার মহানাগরিক। এটুকু আইন তাঁর জানা দরকার !"
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News