Sukanta Majumdar: 'দেবীপক্ষের সূচনাতেও নিস্তার নেই বাংলার মেয়েদের', আক্রমণ সুকান্তর

Continues below advertisement

ABP Ananda Live: আরজি কর কাণ্ডের বিচার চেয়ে যখন প্রতিবাদের ঢেউ দিকে দিকে, ঠিক তখনই আরও একটি ভয়াবহ ঘটনা এল প্রকাশ্যে। এবার জয়নগরে ১০ বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। ইতিমধ্য়েই তুলকালাম পরিস্থিতি মহিষমারি এলাকায়। আর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। এই ঘটনা প্রকাশ্যে আসতেই,  সুকান্ত মজুমদার বলেন, 'মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ বাংলার মুখ্যমন্ত্রী। দেবীপক্ষের সূচনাতেও নিস্তার নেই বাংলার মেয়েদের।'

১০ বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে জয়নগরের মহিষমারি এলাকায় ধুন্ধুমার। দক্ষিণ বারাসাত থেকে মহিষমারি যাওয়ার রাস্তা অবরোধ, পুলিশকে ধাওয়া করে ঝাঁটাপেটা করেন মহিলারা। লাঠি নিয়ে মহিষমারি পুলিশ ক্যাম্পে ঢুকে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। প্রাণভয়ে লুকিয়ে পড়েন পুলিশ কর্মীরা। ছাত্রী খুনে জড়িত সন্দেহে জয়নগরের বাসিন্দা এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের দাবি, কুলতলির কৃপাখালির বাসিন্দা ওই ছাত্রী গতকাল দুপুরে জয়নগরের মহিষমারিতে টিউশন পড়তে গিয়েছিল। সন্ধেয় না ফেরায় জয়নগর থানার দ্বারস্থ হয় পরিবার। রাতে কুলতলির কৃপাখালিতে বাড়ির কাছে একটি জলাজমি থেকে বালিকার দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে খুন, খতিয়ে দেখা হচ্ছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram