Sukanta Majumdar: থ্রেট কালচারে অভিযুক্ত জুনিয়র চিকিৎসকদের সংগঠনকে কটাক্ষ সুকান্তর।

Continues below advertisement

RG Kar News: 'প্রধান বিরোধী দলকে বাদ দিয়ে কোনও সফল আন্দোলন হতে পারে না। বিজেপি পতাকা নিয়ে লড়াই করবে এই অন্যায়ের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক করা মানুষ ভালভাবে নেননি। ২৭ অগাস্টের নবান্ন অভিযানে না গিয়ে জুনিয়র ডাক্তাররা ভুল করেছেন', বললেন শুভেন্দু। থ্রেট কালচারে অভিযুক্ত জুনিয়র চিকিৎসকদের সংগঠনকে কটাক্ষ সুকান্তর। জুনিয়র চিকিৎসকদের নতুন সংগঠনকে তৃণমূল-কংগ্রেস ডক্টর্স অ্যাসোসিয়েশন' বলে কটাক্ষ সুকান্তর। আর জি কর কাণ্ডের প্রতিবাদে মিছিল সিনিয়র চিকিৎসকদের। মিছিল করলেন সিনিয়র ডাক্তাররা। সিনিয়র ডাক্তারদের সঙ্গে পা মেলালেন সাধারণ মানুষ। বাংলা থেকেই বিজেপির শুরু, সেদিনের বীজ আজ বটবৃক্ষ' । বাংলায় ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবেই' । বিজেপির একমাত্র লক্ষ্য উন্নয়ন: অমিত শাহ । সোনার বাংলা গড়তে বিজেপিতে যোগ দিন: অমিত শাহ । রাজ্য সরকারের মদতে বাংলায় অনুপ্রবেশ: অমিত শাহ । এখন রবীন্দ্র সঙ্গীতের বদলে বাংলায় বোমের আওয়াজ শোনা যায়' । 'গরু পাচার থেকে কয়লা পাচার, বাংলায় সব ক্ষেত্রেই দুর্নীতি' । সন্দেশখালি থেকে আর জি কর, বাংলায় মহিলারা নিরাপদ নন' । বাংলায় গুন্ডামি ও সিন্ডিকেট-রাজ চলে: অমিত শাহ । 'বিজেপি কয়েকটি সিট কম পাওয়ায় মমতা খুব খুশি হয়েছেন' । 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram