Sukanta Majumdar: 'মুখ রক্ষার চেষ্টা করছে', মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
ABP Ananda LIVE: 'এতদিন বার বার আমরা অভিযোগ করে এসেছি। তৃণমূল কংগ্রেসের (TMC) মুখপাত্র থেকে সবাই বলেছল সব মিথ্যে কথা, বানিয়ে বলা হচ্ছে, কোনও যুক্তিকতা নেই, অস্তত্ব নেই'। 'মুখ রক্ষার চেষ্টা করছে', মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।