Sukanta On Anubrata: ২৪ ঘণ্টার মধ্যে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারির দাবি সুকান্ত মজুমদারের

ABP Ananda Live: ২৪ ঘণ্টার মধ্যে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারির দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।  'মহিলাদের কী চোখে দেখে তৃণমূল কংগ্রেস, সবাই বুঝে গেছে'।

 

মধ্যমগ্রাম এবং সোদপুরের মধ্যে অটো চলাচল বন্ধ

প্যাসেঞ্জার তোলা কে কেন্দ্র করে মধ্যমগ্রাম এবং সোদপুর অটো রুটের ইউনিয়নের গন্ডগোল তার জেরে মধ্যমগ্রাম এবং সোদপুরের মধ্যে অটো চলাচল বন্ধ। অভিযোগ, মধ্যমগ্রাম উড়ালপুলের নিচে অটো স্ট্যান্ডের অটোচালকরা সোদপুর থেকে আসা অটো গুলোকে দাঁড়াতে দিচ্ছেন না। শুধু সোদপুর থেকে আসা অটো গুলোর পাসেঞ্জারদেরকে মধ্যমগ্রামের বাদামতলা এবং সাজিরহাটের নামিয়ে দেয়া হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে যে মধ্যমগ্রাম থানার পুলিশ। এই মুহূর্তে ২ রুটেরই অটো চলাচল বন্ধ। 

 

পুলিশকর্তাকে হুমকি, দলের প্রবল চাপে ক্ষমা চাইলেন কেষ্ট

তৃণমূলের দেওয়া সময় চার ঘণ্টা শেষ হওয়ার আগেই ক্ষমা চাইলেন অনুব্রত। 'আমি নানা ধরণের ওষুধ খাই, দিদির পুলিশের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে মাথা গরম হয়। আমি সত্যিই দুঃখিত', চিঠিতে লিখলেন অনুব্রত মণ্ডল। ক্ষমা চাইলেও চক্রান্তের তত্ত্ব অনুব্রতর। 'বিজেপি কীভাবে আইসির সঙ্গে আমার কথাবার্তার ফুটেজ পেল? কোনও চক্রান্ত নেই তো?, চিঠিতে প্রশ্ন কেষ্টর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola