BJP News: তৃণমূল নেতাদের মতো যাদবপুর নিয়ে হুমকি-হুঁশিয়ারি শোনা যাচ্ছে বিজেপি নেতাদের গলাতেও
ABP Ananda Live: কেউ দিচ্ছেন সার্জিকাল স্ট্রাইকের পরামর্শ। কেউ আবার বলছেন আর জি করের মতো প্য়ারা মিলিটারি ফোর্সের ক্য়াম্প দেওয়া উচিত। কেউ আবার টেনে আনছেন, দিল্লি কিম্বা হায়দরাবাদ ইউনিভার্সিটির প্রসঙ্গ! তৃণমূল নেতাদের মতো যাদবপুর নিয়ে হুমকি-হুঁশিয়ারি দিতে শোনা যাচ্ছে বিজেপি নেতাদের গলাতেও। যেমন, তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র ওপর হামলার সময়ের প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলছেন, কীভাবে আমরা সার্জিকাল স্ট্রাইক করেছিলাম, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে আপনারা দেখেছেন। শুভেনদু অধিকারীর আবার বক্তব্য়, আর জি কর মেডিক্য়ালের মতোই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় পঠনপাঠন হোক যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে। সুকান্ত মজুমদার আবার বলছেন, দেশবিরোধী ভূতদের তাড়ানোর ওঝা হল বিজেপি। যদিও, বিজেপিকে তৃণমূলের সঙ্গে এক সারিতে টেনে পাল্টা আক্রমণ শানিয়েছেন সুজন চক্রবর্তী।
Tags :
Jadavpur University West Bengal Bratya Basu Tmc News SFI Protest KOLKATA NEWS SFI Strike SFI University Strike