Sukanta Majumdar: ফের কুকথার রাজনীতি ! অনুব্রতর পাল্টা এবার তৃণমূলের হাতিয়ার সুকান্ত-মন্তব্য

ABP Ananda LIVE : অনুব্রতর কুকথার পাল্টা এবার তৃণমূলের হাতিয়ার সুকান্ত-মন্তব্য। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুকান্তর মন্তব্যে বিতর্ক । 'আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে যৌনকর্মীদের তুলনা করেছেন সুকান্ত'। 'সংবিধানের শপথ নেওয়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মুখে কুরুচিকর মন্তব্য' ।'মহিলারা অপমানের যোগ্য বলে ওরা মনে করে, নারীর সম্মান বলে কিছু নেই'। সুকান্তের ভিডিও পোস্ট করে তীব্র আক্রমণে তৃণমূল কংগ্রেস। 

 

হাওড়া থেকে অপহৃত নৈহাটির বাসিন্দা, বোলপুরে দেহ উদ্ধার

হাওড়া থেকে অপহৃত নৈহাটির বাসিন্দা, বোলপুরে তাঁর দেহ উদ্ধার হয়। CC ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করে ১ জনকে গ্রেফতার করেছেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। ধৃত অভিষেক সোনকর হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার বাসিন্দা। 
পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি নিহতের পরিচিত। অভিযোগ, বৃহস্পতিবার হাওড়া পুলিশ কমিশনারেটের সামনে থেকে অনিমেষ মিত্রকে বাইকে তুলে অপহরণ করা হয়। বাইকে ২ জনের মাঝখানে বসেছিলেন অনিমেষ। তিনি ফোরশোর রোডের বিস্কুট কারখানার অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। শুক্রবার বোলপুরে তাঁর গামছা দিয়ে মুখ বাঁধা দেহ উদ্ধার হয়। কারখানার ১ লক্ষ ৭০ হাজার টাকা নিয়ে ব্যাঙ্কে যাওয়ার সময় অপহরণ, টাকা লুঠের জন্যেই অপহরণ করে খুন বলে সন্দেহ নৈহাটির বিধায়কের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola