Sukanta on Abhishek : পিসি না থাকলে বিজেপির বুথ সভাপতিও হতে পারবেন না, অভিষেককে কটাক্ষ সুকান্তর
Continues below advertisement
"সবে ইডি, সিবিআই খেলতে শুরু করেছে তাতেই বাচ্চা ছেলের মতো বলছে আর খেলব না, আর খেলব না। গত পরশু খোকাবাবু ডাক পেয়েছিলেন। বেরিয়ে অমিত শাহকে বলছেন "পাপ্পু"! নিজে ব্যাটা আপ্পু, অমিত শাহ নাকি পাপ্পু। পিসি না থাকলে বিজেপির বুথ সভাপতিও হতে পারবেন না।" অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ সুকান্ত মজুমদারের।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Sukantamajumdar ABHISHEKBANERJEE