Ramnavami: হাইকোর্টের অনুমতিতে রামনবমী উপলক্ষ্যে হাওড়ায় জোড়া ‍র‍্যালি, মিছিলে উপস্থিত সুকান্ত

ABP Ananda Live: 'আমাদের গালি খেতে হয়েছে, বলা হয়েছে সাম্প্রদায়িক। সেই ভারতীয় জনতা পার্টি সবথেকে বেশি রাজ্যে ক্ষমতায় আছে এবং কেন্দ্রে ক্ষমতায় আছে। ১২জন সাংসদ পশ্চিমবঙ্গ থেকে আছি। যারা আমাদেরকে অসভ্য বলেছিলেন সাম্প্রদায়িক বলেছিলেন তাদেরকে ভেবে দেখতে বলব'। বললেন সুকান্ত।হাইকোর্টের অনুমতিতে রামনবমী উপলক্ষ্যে হাওড়ায় জোড়া ‍র‍্যালি। শিবপুরের কাজিপাড়ার নরসিংহ মন্দির থেকে সকালে অঞ্জনিপুত্র সেনার মেগা ‍র‍্যালি। মিছিলে থাকার কথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। 

 

 

কলকাতায় রামনবমীর মিছিল ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। পিছিয়ে নেই জেলাও। বাংলার বিভিন্ন জেলাতেই রবিবার রামনবমীর মিছিল। গত দুই বছরের মতো এবছরও যাতে কোনও অশান্তি না বাঁধে, তাই নিয়ে তৎপর পুলিশও। হাইকোর্টের অনুমতি পেয়ে রামনবমী উপলক্ষ্যে হাওড়ায় রবিবার দুই  সংগঠনের মিছিল। আর সেই মিছিল ঘিরে সাজো সাজো রব হাওড়ায় । কিছুক্ষণ পরেই সুকান্ত মজুমদার যোগ দিতে পারেন মেগা-মিছিলে। অন্যদিকে মধ্য হাওড়ায় ইতিমধ্যেই পথে সজল। 

শিবপুরের কাজিপাড়ার নরসিংহ মন্দির থেকে সকালে শুরু হয় অঞ্জনিপুত্র সেনার মেগা ‍র‍্যালি। মিছিলে থাকার কথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও । মিছিল কাজিপাড়া থেকে শুরু হয়ে জিটি রোড ধরে শিবপুর সন্ধ্যাবাজার যাবে হাওড়া ময়দানে। পুলিশে ছয়লাপ গোটা এলাকা। রয়েছে  ব়্যাফ।  কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছে, অঞ্জনিপুত্র সেনা ও বিশ্ব হিন্দুু পরিষদ, দুই সংগঠনের ৫০০ জন করে মোট ১ হাজার লোক নিয়ে মিছিল করতে পারবে। সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিছিল করবে অঞ্জনিপুত্র সেনা। দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদকে মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। প্রত্যেক অংশগ্রহণকারীর নাম ও পরিচয়পত্র দিতে হবে পুলিশকে। দুটি মিছিলের রুটও নির্দিষ্ট করে দিয়েছে হাইকোর্ট।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola