Sukanta Majumdar: বাংলা থেকে নেই পূর্ণমন্ত্রী, 'বঙ্গ বিজেপিতে অভিজ্ঞ লোকের অভাব', মানলেন সুকান্ত

Continues below advertisement

ABP Ananda LIVE: প্রথমবার মন্ত্রী হয়েই জোড়া দায়িত্বে সুকান্ত মজুমদার । শিক্ষা ও উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলেন সুকান্ত মজুমদার । মোদির তৃতীয় মন্ত্রিসভায় বাংলা থেকে নেই পূর্ণমন্ত্রী, শুধুই ২ প্রতিমন্ত্রী । বঙ্গ বিজেপিতে অভিজ্ঞ লোকের অভাব, মানলেন সুকান্ত মজুমদার । 'সময় এলে হবে, তার আগে নিজেদের তৈরি করতে হবে'। 'বঙ্গ বিজেপিতে অভিজ্ঞ লোকের অভাব' । 'তাও আমার মতো আনকোরা লোককে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন মোদি' । এমন গুরুত্বপূর্ণ ২ প্রতিমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রীর চেয়ে কম কিছু নন: সুকান্ত । জোড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে সুকান্ত, বঙ্গ বিজেপির দায়িত্বে কে? আপাতত আমিই বিজেপি রাজ্য সভাপতি: সুকান্ত

 

২০১৯ এ বাংলায় দিলীপের নেতৃত্বে বিজেপি পেয়েছিল ১৮ টি আসন। আর ২০২৪ এ বিজেপি পেল ১২ টি আসন, যখন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বঙ্গে হেভিওয়েট বিজেপি প্রার্থীদের হার হল, যার মধ্যে রয়েছেন দিলীপ ঘোষও। এই ফল প্রকাশে আসার পরই দলের অভ্যন্তরে ও বাইরে দলের অতীত ও বর্তমান কর্মকর্তাদের নিয়ে তুল্যমূল্য বিচার হয়েছে। ফল বেরনোর পর দিলীপ ঘোষের গলাতেও ঝরে পড়ে উষ্মা। সরাসরি কারও নাম না করেই, দল কেন তাঁকে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী করল, তা নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ। এই আবহেই মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে দিলীপ ঘোষকে প্রণাম করে আশীর্বাদ নেন সুকান্ত মজুমদার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram