
Sukanta Majumdar: 'আমি বিশ্বাস করি, ভবিষ্যতে তারাও বিজেপিকেই ভোট দেবে', সংখ্যালঘু ভোট নিয়েও আশাবাদী সুকান্ত
ABP Ananda LIVE: ছাব্বিশের আগে তুঙ্গে ধর্মযুদ্ধ, সংখ্যালঘু ভোট নিয়েও আশাবাদী সুকান্ত । আমি বিশ্বাস করি, ভবিষ্যতে তারাও বিজেপিকেই ভোট দেবে' । গুজরাতে ১০%-১২% ভোট পেয়েছে বিজেপি' ।রায়গঞ্জেও আমরা সংখ্যালঘু ভোট পেয়েছি' । 'এখন কিছু লোক বুঝতে পারছেন না, তাঁরা ধর্মীয় উগ্রতায় মগ্ন' । যেদিন বুঝবে, বিজেপিকেই ভোট দেবে, মন্তব্য সুকান্তর
আরও খবর...
নোট-বিতর্কে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মা । নজিরবিহীনভাবে ফুটেজ-সহ রিপোর্টে আপলোড করল সুপ্রিম কোর্ট । হাইকোর্টের রিপোর্ট সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড । সুপ্রিম কোর্টের কাছে ফুটেজ-সহ রিপোর্ট পেশ দিল্লি হাইকোর্টের । দিল্লি হাইকোর্টের রিপোর্টে বিচারপতির বাড়িতে অগ্নিকাণ্ডের ফুটেজ । বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে আগুন লাগার দিনের ফুটেজ । তদন্তে ৩ বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট । বিচারপতি বর্মাকে আপাতত কোনও বিচারের কাজে না রাখার নির্দেশ । 'বাংলোর আউটহাউসের স্টোর রুমে কোনও টাকা রাখা হয়নি' ।