Sukanta Majumdar: 'পশ্চিমবঙ্গ পুলিশ জঙ্গি ধরতে পারে না, ওরা শুধু ফন্দি আঁটতে পারে...', কী বললেন সুকান্ত ? | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: মুর্শিদাবাদের পর ক্যানিং। এবার গ্রেফতার সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি। জম্মু-কাশ্মীরের পুলিশের হাতে পাকড়াও। ধৃত তেহরিক-ই-মুজাহিদিনের সদস্য বলে অনুমান।  ক্যানিংয়ে গ্রেফতারি কাশ্মীরি জঙ্গি!

আরও খবর...

দিনভর চেষ্টা করেও বিফল বন দফতর। দিন পেরিয়ে রাত এখনও অধরা বাঘিনী । বন দফতরের শেষ পাওয়া খবর অনুযায়ী পুরুলিয়া বান্দোয়ান থানার রাইকা পাহাড়ের কেশরা জঙ্গলে রয়েছে ওই বাঘিনী ।

এপার বাংলায় ঘাঁটি গাড়ছে বাংলাদেশের জঙ্গিরা। জঙ্গি অনুপ্রবেশ নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
সঠিক দায়িত্ব পালন করুক স্বরাষ্ট্র মন্ত্রক। সীমান্ত রক্ষার দায়িত্ব BSF-এর। রাজনীতি করার জন্য সীমান্ত খুলে দিয়ে বাংলাকে দোষারোপ নয়। শুধু জঙ্গি কেন, কোনও অনুপ্রবেশ যেন না হয়, কেন্দ্রকে নিশানা করে মন্তব্য করেন ফিরহাদ হাকিম।

 ভারতীয় পরিচয় পত্র বানিয়ে নাশকতার ঘুঁটি সাজাচ্ছিল আনসারুল্লা বাংলার জঙ্গি! 'আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বানিয়ে মুর্শিদাবাদে ঘাঁটি গাড়ে জঙ্গি মহম্মদ শাদ রাডি' । 'সাব সেখের নামে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বানিয়েছিল মহম্মদ শাদ রাডি' । 'আধার কার্ডে সাব সেখের ঠিকানা ছিল হরিহরপাড়ার' । 'ভোটার লিস্ট অনুযায়ী সাব সেখ নওদার বাসিন্দা'। 'ভুয়ো আধার কার্ডের ভিত্তিতে পাসপোর্টও বানিয়ে নেয় শাব সেখ ওরফে মহম্মদ শাদ রাডি' । 'ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ভারতের মাটিতেই স্লিপার সেল খোলার তোড়জোড়!' । 'অস্ত্র কেনারও পরিকল্পনা ছিল আনসারুল্লা বাংলার জঙ্গির'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola