Sukanta Majumder: মুখ্য়মন্ত্রী ভয় পেয়েছেন, সাজানো বাগান নষ্ট হতে বসেছে'' আক্রমণ সুকান্তর
"মুখ্য়মন্ত্রী ভয় পেয়েছেন। সাজানো বাগান নষ্ট হতে বসেছে। এরকম হাজার হাজার কেষ্ট তৃণমূল কংগ্রেসে আছেন। যাঁরা কয়লা, গরু পাচার করে বড়লোক হয়েছেন। কেষ্টকে বাঁচানোর চেষ্টা করছেন। চোরের মায়ের বড় গলা জানতাম, এখন চোরের দিদিরও বড় গলা দেখছি।'' মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
Tags :
Mamata Banerjee ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর Mamata Banerjee Sukanta Majumder এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর