Sukanta Majumder: কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে সিবিআই তদন্তের দাবি সুকান্তর
Sukanta Majumder: উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে সিবিআই (CBI) তদন্তের দাবি জানালেন সুকান্ত মজুমদার। এদিন মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি, রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী-সহ বিজেপি নেতৃত্ব। পরে রায়গঞ্জে এসপি অফিসের সামনে ধর্নায় বসেন বিজেপি নেতৃত্ব। নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে গতকাল রণক্ষেত্রের চেহারা নেয় কালিয়াগঞ্জ। দোষীদের গ্রেফতারের দাবিতে রাস্তায় আগুন জ্বেলে চলে বিক্ষোভ। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। পাল্টা ইট ছোড়ে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল, লাঠিচার্জও করা হয়।