Sukanya Mandal: বাবার কথায় চেকবুকে সই দাবি সুকন্যার
ইডির (ED) চার্জশিটে বাবা ও মেয়ের বয়ানে ভিন্ন সুর। মণীশ কোঠারির পরামর্শেই তিনি ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল ব্যবসা চালাতেন। গরুপাচার মামলায় চার্জশিটে অনুব্রত মণ্ডলের বয়ান উল্লেখ করে দাবি করল ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, বাবার নির্দেশেই কাগজপত্রে সই করতেন সুকন্যা মণ্ডল। জেরায় দাবি করেছিলেন অনুব্রত কন্যা। ইডির দাবি, অনুব্রত মণ্ডল জানিয়েছেন, তিনি ও তাঁর মেয়ে ১০-১২ বার লটারিতে টাকা জিতেছেন। চার্জশিটে ইডি উল্লেখ করেছে, অনুব্রতর রোজগারের উৎস জানতে চাইলে জেরায় তাঁর দাবি, জমি কেনাবেচার কাজ করে সেখান থেকে কমিশন পেতেন। এছাড়াও তাঁর চালকলের ব্যবসা রয়েছে। জেরায় অনুব্রত জানিয়েছেন, তাঁর ২টি ফোনই প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের কাছে থাকত। এমনকী তাঁর ফোন ব্যস্ত থাকলে সায়গলের ফোনেই কথা কথা বলতেন।
চার্জশিটে ইডি উল্লেখ করেছে, এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড ও নীড় ডেভলপার এই দুটি কোম্পানির মাধ্যমে কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছে কিনা অনুব্রতকে জানতে চাইলে তিনি দাবি করেন, এবিষয়ে মণীশ কোঠারি বলতে পারবেন।