Summer Vacation:'সরকারি স্কুলে পঠনপাঠনের ক্ষেত্রে বৈষম্য হতে পারে না', শঙ্করের পাল্টা কুণাল
স্কুলে গরমের ছুটি নিয়েও বিজেপির রাজনীতি। আলাদা রাজ্যের দাবি তুললেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তীব্র কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। 'যখন সিপিআইএম (CPM) করতেন তখন তো পাহাড়ে উঠতে পারতেন না। এমন অবস্থা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এসে পাহাড়ের পরিস্থিতি ভালো করেছেন। একটা দায়িত্বজ্ঞানহীন প্ররোচনামূলক মন্তব্য। সরকারি স্কুলে যখন পঠনপাঠন চলবে, তখন তো বৈষম্য হতে পারে না।' মন্তব্য কুণাল ঘোষের।
Tags :
North Bengal ABP Ananda BJP MLA ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Shankar Ghosh Kunal Ghoh এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Shankar Ghosh BJP শিলিগুড়ি Summer Vacation শঙ্কর ঘোষ কুাণল ঘোষ