Summer vacation: গরমের ছুটির মেয়াদ বাড়ানোর ঘোষণা মমতার

Continues below advertisement

খোলার কথা বলেও স্কুলে বাড়ল আরও গরমের ছুটি। ৫ এবং ৭ জুনের বদলে ১৫ জুন পর্যন্ত বাড়ল গরমের ছুটি। ৫ জুন খোলার কথা ছিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্কুল। রাজ্যে ৭ জুন খোলার কথা ছিল প্রাথমিক স্কুল। কিন্তু স্কুল খোলার দিন আরও পিছোল (School Summer Holiday)। বুধবার নিজেই সেকথা ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কী কারণে এমন সিদ্ধান্ত, জানালেন তা-ও।

গরমের ছুটির মেয়াদ বাড়ানোর ঘোষণা মমতার

বুধবার রাজ্যের সরকারি এবং বেসরকারি স্কুলগুলিতে গরমের ছুটি আরও বর্ধিত করার কথা জানালেন মমতা। তিনি জানিয়েছেন, আবহাওয়া দফতরের থেকে ইঙ্গিত পেয়েই এমন সিদ্ধান্ত। কারণ আবহাওয়া দফতর জানিয়েছে, গরম আরও বাড়বে। তাপপ্রবাহ চলবে রাজ্য জুড়ে। এমতাবস্থায় পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবেই গরমের ছুটি বর্ধিত করার সিদ্ধান্ত। স্কুল খোলার দিন আপাতত পিছিয়ে যাচ্ছে।

এর আগে, স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মধ্যশিক্ষা পর্ষদের কাছে চিঠি পাঠিয়ে জানানো হয় যে, আগামী ৫ জুন থেকে খুলতে হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্কুল। আর প্রাথমিকের স্কুল খুলতে হবে ৭ জুন থেকে। মঙ্গলবার সেই মর্মে খবর পৌঁছে গিয়েছিল সকলের কাছে। কিন্তু বুধবার প্রকাশ্য় সভায় গরমের ছুটির মেয়াদ আরও বৃদ্ধির ঘোষণা করলেন মমতা। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram