ABP News

Jayanta Singh: জয়ন্ত-বাহিনীর অত্যাচারের ভিডিও পোস্ট করায় সমন, গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ

Continues below advertisement

ABP Ananda LIVE: আড়িয়াদহে জয়ন্ত-বাহিনীর অত্যাচারের ভিডিও পোস্ট করায় সমন । বেলঘরিয়া থানায় তলব, গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ। 'তদন্তে হস্তক্ষেপ করবে না আদালত' । 'তদন্তে সহযোগিতা করতে হবে পৃথ্বীরাজ মুখোপাধ্যায়কে' । নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার । 'এই ধরনের ভিডিও শেয়ার করেন কেন? এভাবেই তো হিংসা ছড়ায়' । পৃথ্বীরাজের উদ্দেশে মন্তব্য বিচারপতি অমৃতা সিন্হার । 'রামপুরহাটের শুভম মণ্ডলকেও একই অভিযোগে হেনস্থা করছে পুলিশ' । দুজনের কথোপকথনের কারণেই পৃথ্বীরাজকে ডেকে পাঠানো হয়েছে, দাবি মামলাকারীর । 'আদালতের নির্দেশ ছাড়া গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ নয়' । পুলিশকে নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার । তদন্তের জন্য সাক্ষী হিসাবে ডেকে পাঠানো হয়েছে, দাবি রাজ্যের

কেন্দ্রীয় প্রকল্পের টাকা অন্য খাতে ব্যবহার করছে রাজ্য সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করে চিঠি দিয়ে এই অভিযোগই জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 
বাংলাকে আরও বঞ্চিত করে উন্নয়ন বন্ধের চক্রান্ত করছে। যত এরকম করবে, তত আসন কমবে বিজেপির। পাল্টা আক্রমণ তৃণমূল কংগ্রেসের।

'জামিন নিতে পৌনে ২ লক্ষ টাকা দিতে হয়েছিল পুলিশকে'। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই অভিযোগই করলেন ঢোলাঘাটে মৃত যুবকের পরিবারের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram