Sunderban Tigers: সেঞ্চুরি পার আগেই, সুন্দরবন্দে বাঘের সংখ্যা আরও বৃদ্ধি

Continues below advertisement

বিশ্ব বাঘ দিবসে সুখবর। সুন্দরবনে ১০১টি বাঘের থাকার কথা আগেই ঘোষণা করা হয়েছিল, এবার সেই সংখ্যা আরও কিছুটা বেড়েছে বলেই মনে করছেন বন দফতরের কর্তারা। এর পাশাপাশি বক্সায় পাতা ট্র্যাপ ক্যামেরার ২টি বাঘের অস্তিত্ব মিলেছে।

শুধু নামেই রয়্য়াল নয়, চলন-বলনেও সে রাজকীয়। সে গরান-গেঁওয়ার জঙ্গলের রাজা। গোলপাতার আঁলো-আঁধারিতে সে হয়ে ওঠে আরও মায়াবী। সুন্দরবনের আনাচ-কানাচে তার ঘোরাফেরা। সে সুন্দরবন্দের রয়্যাল বেঙ্গল টাইগার। বন দফতরের কর্তারা বলছেন, গত কয়েক বছরে সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা। সেঞ্চুরি পার আগেই করেছিল, এবার সেই সংখ্যা আরও বেড়েছে বলে মনে করছেন বনকর্তারা। সূত্রের দাবি, ২০১০ সালে সুন্দরবনে ৭০টি বাঘের হদিশ পাওয়া গেছিল। ২০১৪ সালে সেই সংখ্যাটা বেড়ে হয় ৭৬। ২০১৮ সালে বাদাবনে ৮৮টি বাঘের সন্ধান মিলেছিল। আর, ২০২২ সালে ১০১টি বাঘের খোঁজ পাওয়া যায় সুন্দরবনে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram