Recruitment Scam:পুর-নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলের জামিনের আর্জি খারিজ

ABP Ananda LIVE: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলের জামিনের আর্জি খারিজ । অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের । 'এটা কোনও সাধারণ মামলা নয়' । 'OMR শিটে কারচুপি করা হয়েছে' । হাজারে হাজারে পরীক্ষার্থী প্রতারিত হয়েছেন, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের । SSC দুর্নীতিতেও OMR-এ কারচুপি করা হয়েছিল' । তবু, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে একটি মামলায় জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট । আদালতে সওয়াল অয়ন শীলের আইনজীবীর ।অয়ন শীলের জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন...

মহেশতলায় সন্তোষপুর গভর্নমেন্ট কলোনির শিশু উদ্যানের মাঠে দুর্গাপুজো করা নিয়ে ফের জটিলতা

মহেশতলায় সন্তোষপুর গভর্নমেন্ট কলোনির শিশু উদ্যানের মাঠে দুর্গাপুজো করা নিয়ে ফের জটিলতা। মহেশতলা পুরসভার তরফে শিশু উদ্যানের গেটে তালা লাগিয়ে দেওয়ায় মাঝপথে আটকে গেছে প্যান্ডেল তৈরির কাজ। ৭২ বছরের পুরনো দুর্গাপুজোর আয়োজন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেনা কল্যাণ সমিতির সদস্যরা। মহেশতলা পুরসভার তৃণমূলের পুরপ্রধান দুলাল দাসের দাবি, উদ্বাস্তু কলোনির এই শিশু উদ্যানে পুরসভা কমিউনিটি হল তৈরি করবে। তাই অন্যত্র সরিয়ে নিতে হবে পুজো।২০২৩ সালে জল গড়ায় আদালতে। তারপর থেকে প্রতিবারই দুর্গাপুজোর আগে আদালতে গেছেন পুজোর উদ্যোক্তারা। ক্লাব
কর্তৃপক্ষের দাবি, আদালতের অনুমতি সত্ত্বেও প্রতিবার শিশু উদ্যানের গেটে তালা লাগিয়ে দিচ্ছে পুরসভা। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola