Supreme Court: বিজেপি নেতা কবীরশঙ্কর বসুর মামলায় CBI তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: বিজেপি নেতা কবীরশঙ্কর বসুর মামলায় CBI তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের । পুলিশি তদন্তে অসন্তোষপ্রকাশ করে CBI-কে তদন্তভার দিল সর্বোচ্চ আদালত ।২০২০: হুগলিতে তৃণমূলকর্মীদের মারধরের অভিযোগে কবীরশঙ্করের বিরুদ্ধে FIR । প্রাক্তন শ্বশুর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন কবীরশঙ্কর । অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা কবীরশঙ্কর বসু । 'এই মামলায় পুলিশ সঠিকভাবে তদন্ত করেনি' । 'পশ্চিমবঙ্গে শাসক দলের প্রতিদ্বন্দ্বী হওয়ায় কবীরশঙ্কর বসুর ক্ষতি হতে পারে' । CBI-কে তদন্তভার দেওয়াই সঠিক হবে, জানাল সুপ্রিম কোর্ট

আরও খবর...

হিন্দু নির্যাতনকে 'গল্প-উপন্যাস' আখ্যা দিয়ে সর্বদল বৈঠকে ইউনূস সরকার! হিন্দু-সুরক্ষার কথা না বলেই অত্যাচারকে 'গল্প-উপন্যাস' বলে দাবি ইউনূস সরকারের। আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে বিক্ষোভ নিয়ে সর্বদল বৈঠকে আলোচনা। হামলা রুখতে নয়, প্রতিবাদের বিরোধিতায় সক্রিয় বাংলাদেশ সরকার। আওয়ামি লিগ ছাড়া ইউনূসের ডাকা সর্বদল বৈঠকে হাজির বাংলাদেশের সব রাজনৈতিক দল। 

বাংলাদেশ হিন্দুদের উপর হামলা (Bangladesh Violence), ডেপুটি হাই কমিশনে সনাতনী সমাজ। বাংলাদেশের আক্রান্ত হিন্দুরা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কার্তিক মহারাজ (Kartik Maharaj )।

বাংলাদেশে হিন্দুদের ওপর দিন দিন অত্যাচার বাড়ছে। শান্তি ফেরার নামই নেই।কার্তিক মহারাজ বলেছেন,'বাংলাদেশে রোজ হিন্দুদের ওপর হামলা, একের পর এক মন্দির ভাঙচুর। হিন্দুদের ওপর অত্যাচার বন্ধে ইউনূস সরকারকে (Muhammad Yunus Government  ) সতর্ক করুন নরেন্দ্র মোদি PM Modi)', বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের ভারতে আশ্রয় দেওয়া হোক, দাবি কার্তিক মহারাজের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram