BJP News: SSC-র ২০১৬-র পুরো প্যানেল বাতিল, রাজ্য সরকারকে নিশানা করে পথে বিজেপির যুবমোর্চা

ABP Ananda Live: নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার ২৫ হাজার ৭৫২ জনের চাকরি বাতিল করেছে শীর্ষ আদালত। রাজ্য সরকারকে নিশানা করে পথে বিজেপির যুবমোর্চা। 

 

সুপ্রিম কোর্টের রায়ের পর বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন, আর সেখানেই অভিজিৎকে নিশানা করেন তিনি। মমতা বলেন, "হাইকোর্টের এই রায়টা যিনি দিয়েছিলেন, তিনি এখন বিজেপি-র সাংসদ। বিচারব্যবস্থা ছেড়ে সাংসদ হয়েছেন, গাঙ্গুলি, না ডাংগুলি। আমি ঠিক আসল নাম জানি না, পরে জেনে নেব, সরি। ঠিক মতো নাম জানি না। আজ তাঁরা কোন মুখে বড় বড় কথা বলেন। তাঁদের দায়বদ্ধতা নেই!" (Abhijit Gangopadhyay) যদিও অভিজিৎকে নিশানা করা নিয়ে মমতাকে একহাত নেন রাজ্যের বিরোধী দলনেতা, বিজেপি বিধায়ক। তিনি বলেন, "আজকের দিনে সবচেয়ে কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানাব অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, যিনি চাকুরিজীবনের কয়েকটা মাস ছেড়ে দিয়ে, মোদিজির সৈনিক হিসেবে তৃণমূলের চ্য়ালেঞ্জ গ্রহণ করেছিলেন। তৃণমূল বলেছিল, 'ঠান্ডা ঘরে বসে অনেক কিছু হয়, আসুন ময়দানে দেখা হবে'। তিনি ময়দান বেছে নিয়েছিলেন তাম্রলিপ্তর মাটিকে, পূর্ব মেদিনীপুরের সংগ্রামী মাটিকে। ধন্য যে আমরা তাঁকে জিতিয়েছি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দিয়ে আমি আঙুলে কালি লাগাতে পেরেছিলাম, আমি কৃতার্থ। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পদত্যাগ, তাঁর মন্ত্রিসভার গ্রেফতারিই সমাধান

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola