SSC Recruitment Scam: ১৯ হাজার চাকরিপ্রাপক যোগ্য, অবশেষে মানল এসএসসি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ১৯ হাজার চাকরিপ্রাপক যোগ্য, অবশেষে মানল এসএসসি(SSC)। এতদিন চুপ, কোন ম্যাজিকে চালের থেকে 'আলাদা' হল 'কাঁকর'? ১৯ হাজার নিয়োগ বৈধ, তালিকা আছে, সুপ্রিম কোর্টে জানাল এসএসসি । প্রায় ৭ হাজার অবৈধ নিয়োগ, কার্যত মানল স্কুল সার্ভিস কমিশন । কারা যোগ্য, কারা অযোগ্য, কেন এতদিন বলতে পারেনি এসএসসি? 'টেন্ডার ছাড়াই বরাত, দেখে মনে হচ্ছে পরিকল্পিত জালিয়াতি'। নিয়োগ দুর্নীতির মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের (Suprme court)। হাজার হাজার অবৈধ নিয়োগের দায় কার? কাকে আড়ালের চেষ্টা?
Tags :
Teachers Supreme Court Jobs Hindi News LIVE News WEST BENGAL West Bengal Teacher Recruitment Scam SC To Hear Plea Against Calcutta HC Order Teacher Jobs