Supreme Court:চাকরি করুক বা না করুক,একজন দাগিও যেন পরীক্ষায় না বসে, SSC-কে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

ABP Ananda LIVE: শুধু SSC-র তালিকায় থাকা দাগিরাই নয়, স্কুলে যোগ দেননি কিন্তু 'দাগি' এমন কেউও যেন পরীক্ষায় বসতে না পারেন। সোমবার স্পষ্ট করে এসএসসি-কে বলল সুপ্রিম কোর্ট.. SSC-যে ১৮০৬ জন দাগি শিক্ষক-শিক্ষিকার নামের তালিকা প্রকাশ করেছে, সেই লিস্টে অনেকেরই নাম নেই। এই অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এক চাকরিহারা যোগ্য় শিক্ষক। সেই মামলাতেই, সোমবার স্কুল সার্ভিস কমিশনকে তালিকা যাচাই করে ব্য়বস্থা নেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। দাগীদের যে সংখ্য়া এসএসসি বলছে, তা সঠিক নয়, আদতে সংখ্য়াটা অনেক বেশি। ইতিমধ্য়েই এই অভিযোগ উঠতে শুরু করেছে। বিকাশরঞ্জন ভট্টাচার্য-র বক্তব্য় - যে সমস্ত নির্দিষ্ট ক্য়াটাগরিকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বলে দিয়েছেন যে, এরা হচ্ছেন, পুরোপুরিভাবে দুর্নীতিগ্রস্ত, তার সংখ্য়াটা ন্য়ূনতম ৬ হাজার। সুপ্রিম কোর্টের চাপের মুখে SSC একটা তালিকা বের করে, নিজেদের পিঠ বাঁচাবার চেষ্টা করেছে। অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ও বলছেন, সংখ্য়াটা ১৮০০ নয়, ৬ হাজার। সেই সঙ্গে তিনি বলেন, ssc নয়, অন্য় সংস্থাকে দায়িত্ব দেওয়া উচিত। এদিন সুপ্রিম কোর্টে SSC-র আইনজীবী বলেন, CBI-এর তালিকায় আরও নাম ছিল। কিন্তু, তাঁদের মধ্য়ে অনেককে নিয়োগ দেওয়া হয়নি। যাঁরা চাকরি করছিলেন না, তাঁদের নাম তালিকায় প্রকাশ করা হয়নি। দাগিদের তালিকায় শুধুমাত্র তাঁদের নামই রয়েছে, যাঁরা চাকরি করছিলেন। তখন সুপ্রিম কোর্ট বলে, দাগি বলে চিহ্নিত এমন, যাঁদের আগে নিয়োগ করা হয়নি, সেই প্রার্থীদেরও এবার পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়। সমস্ত 'দাগি'-দেরই সরানো উচিত। এদিকে SSC-র তালিকা প্রকাশের পর এবার আদালতের দ্বারস্থ হয়েছেন ‘দাগি’ শিক্ষকদের একাংশ। নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য হাইকোর্টে আবেদন জানিয়েছেন প্রায় সাড়ে ৩০০ জন ‘দাগি’ শিক্ষক। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola