SIR News: SIR-এ 'সুপ্রিম' নির্দেশ, লজিকাল ডিসক্রিপেন্সি নিয়ে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা নির্বাচন কমিশনের
৩ দিনের মধ্যে লজিকাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে। গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস, ওয়ার্ড অফিসে টাঙানো যেতে পারে তালিকা। অনুমতিসাপেক্ষে বিএলও এর মাধ্যমেও নথি জমা করা যেতে পারে। নির্বাচন কমিশনকে পর্যাপ্ত সংখ্যায় কর্মী দেবে রাজ্য। এসআইআর শুনানিতে ডাক পেলে প্রতিনিধি হিসেবে একজনকে নিয়ে যাওয়া যাবে।
লজিকাল ডিসক্রিপেন্সি নিয়ে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা নির্বাচন কমিশনের। 'প্রকাশ করতে হবে ১ কোটি ৩৬ লক্ষ লজিকাল ডিসক্রিপেন্সির তালিকা'। '৩দিনের মধ্যে তালিকা, দিতে হবে পঞ্চায়েত-ওয়ার্ড-BDO অফিসে'। 'SIR-শুনানিতে মান্য়তা দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিটকার্ডকেও'। 'SIR-শুনানিতে ভোটার নিয়ে যেতে পারবেন প্রতিনিধি'। 'ভোটার চাইলে প্রতিনিধি হতে পারবেন BLA-ও'।
শুনানি নিয়ে রাজ্য সরকারকেও কড়া বার্তা সুপ্রিম কোর্টের। 'নির্বাচন কমিশনকে পর্যাপ্ত সংখ্যায় কর্মী দিতে হবে রাজ্য সরকারকে'। শুনানির সময় আইনশৃঙ্খলার রক্ষার দায়িত্ব রাজ্য পুলিশের DG-র