Surajit Sengupta Demise: কোভিডের বিরুদ্ধে লড়াই আর জেতা হল না, প্রয়াত কিংবদন্তী ফুটবলার সুরজিত্‍ সেনগুপ্ত|Bangla News

Continues below advertisement

প্রাক্তন ফুটবলার সুরজিত্‍ সেনগুপ্ত প্রয়াত। কোভিডে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। ২৩ জানুয়ারি থেকে ভর্তি ছিলেন হাসপাতালে। ১৯৬৮-তে ময়দানে পা সুরজিত্‍ সেনগুপ্তর। ১৯৭২-এ শৈলেন মান্নার হাত ধরে মোহনবাগানে সই। ৭৪ থেকে ’৭৯ পর্যন্ত খেলেন ইস্টবেঙ্গলে। ৮০ সালে ফের আসেন মোহনবাগানে। ১৯৭৮-এ সুরজিত্‍-এর অধিনায়কত্বে ডুরান্ড জয় ইস্টবেঙ্গলের। ৭৫-এর শিল্ড ফাইনালে প্রথম গোল সুরজিৎ সেনগুপ্তর। সেই ম্যাচে ৫ গোলে মোহনবাগানকে হারায় ইস্টবেঙ্গল। গল্ফ গ্রিনের উদয় সদনে সন্ধে ৭-৮ পর্যন্ত রাখা থাকবে মরদেহ। শেষশ্রদ্ধা জানানো যাবে সুরজিৎ সেনগুপ্তকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram