Kasba Incident: কসবাকাণ্ডে মূল অপারেটর মহম্মদ ফুলবাবু, কোর্টে দাবি সুশান্ত ঘোষের আইনজীবির | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কসবাকাণ্ডে মূল অপারেটর মহম্মদ ফুলবাবু, কোর্টে দাবি সুশান্ত ঘোষের আইনজীবির । 'বিহারের দুষ্কৃতীদের কলকাতায় আনা থেকে থাকার ব্যবস্থা, সবটাই অপারেট করছিল ফুলবাবু' । ৩ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে মহম্মদ ফুলবাবু
আরও খবর...
কসবাকাণ্ডের মূল অপারেটর মহম্মদ ফুলবাবু, কোর্টে দাবি সুশান্ত ঘোষের আইনজীবীর। বিহারের দুষ্কৃতীদের কলকাতায় আনা থেকে তাদের থাকার ব্যবস্থা, সবটাই অপারেট করছিল ফুলবাবু। ফুলবাবুই ধৃত যুবরাজ সিংহকে পাঠিয়েছিলেন হামলার জন্য়। ঘটনার পর বাকি অভিযুক্তরা এখনও বিহারে গা ঢাকা দিয়ে রয়েছে। বাকিদের খোঁজ পেতে ফুলবাবুকে পুলিশের হেফাজতে রাখা প্রয়োজন। আলিপুর কোর্টে সওয়াল তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের আইনজীবীর। ৩ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে মহম্মদ ফুলবাবু।
পুলিশের পর এবার মেয়রের নিশানায় পুরসভার ডিজি বিল্ডিং। ফের 'অ্যাক্ট নাও'-এর বার্তা দিলেন ফিরহাদ হাকিম। 'মানুষ আমাদের কেন 'চোরপোরেশন' বলে? এই কারণে বলে। আমরা অযোগ্য বলে আমাদের বলে, আক্ষেপ মেয়রের। 'টক টু মেয়র' অনুষ্ঠানে বেআইনি নির্মাণের অভিযোগ পেয়ে ডিজি বিল্ডিংকে ধমক মেয়রের।