Suvendu Adhikari: সন্দেশখালিতে ঢুকে এলাকাবাসীর সঙ্গে কথা শুভেন্দুর, এলাকার বাসিন্দারা নেমে এলেন পথে
ABP Ananda LIVE: হাইকোর্টে (High Court) ফের ধাক্কা রাজ্যের, ৯দিনের মাথায় অবশেষে সন্দেশখালিতে(Sandeshkhali) শুভেন্দু(Suvendu Adhikari) । প্রথমে ধামাখালিতেই পুলিশের বাধা, হাইকোর্টের নির্দেশে সরল ব্যারিকেড। শুভেন্দু যেতেই ক্ষোভে, কান্নায় ভেঙে পড়লেন সন্দেশখালির বাসিন্দারা। কাযর্ত ১২ দিন ধরে 'অবরুদ্ধ', বিরোধী দলনেতার কাছে অভিযোগের পাহাড়। সোমবার আবার আসব, বিচারের জন্য লড়াইয়ের হুঙ্কার শুভেন্দু অধিকারীর । গ্রামবাসীদের ক্ষোভের কথা শুনেই জেলবন্দি বিকাশের বাড়িতে শুভেন্দু। ৩ মার্চ তৃণমূল সভা করলে, সন্দেশখালিতে পাল্টা সভার হুঙ্কার শুভেন্দুর । ৪৭ দিন পার, কোথায় লুকিয়ে সন্দেশখালির 'বাঘ' শেখ শাহজাহান? এলাকাতেই আছেন, সন্দেশখালি গিয়ে দাবি বিরোধী দলনেতার ।৯দিন পরে সন্দেশখালিতে ঢুকতে পারল বিরোধীরা, গেলেন বৃন্দা কারাত। বৃন্দা কারাতকে সামনে পেয়ে শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়।