Suvendu Adhiakri: নন্দীগ্রামের সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ শুভেন্দুর | ABP Ananda LIVE
Suvendu Adhiakri: 'গণনায় কারচুপি করে একাধিক আসনে জয় পেয়েছে তৃণমূল'। 'আমাদের নজরদারির পরেও চুরি করেছে তৃণমূল'। 'কয়লা, বালি, গরুর পর ব্যালট খেয়েছে, এবার ইভিএম খাওয়ার পরিকল্পনা করছে'। 'বিডিও ও পুলিশকে নিয়ে চুরি করেছে তৃণমূল'।'রাজ্যজুড়ে ত্রিস্তর পঞ্চায়েতে লুঠ করেছে'। 'নন্দীগ্রামে বিজেপির সাফল্য ৮০ শতাংশ'। '১১৯টি আসনে লড়ে ৯০টি আসনে জিতেছে বিজেপি'। 'পঞ্চায়েত সমিতিতে ২৩টিতে লড়ে ১৫টি আসনে জিতেছি'। 'ব্যালটের পিছনে সই না করে চক্রান্ত করেছে এক শ্রেণির প্রিসাইডিং অফিসার'। 'যতই পুলিশকে দিয়ে মিথ্যে মামলা করুক, ফলাফল মারাত্মক হবে'। 'যে সব পুলিশ অফিসার মিথ্যে মামলা করেছেন, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব'