Suvendu Adhikari: টাকা না থাকায় চাঁদা তোলার ব্যবসা করছে রাজ্য, অভিযোগ শুভেন্দুর

Continues below advertisement

ভাঁড়ার শূন্য হওয়ায় চাঁদা তোলার ব্যবসা করছে রাজ্য সরকার, অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, "শিলিগুড়ি পুরসভা ট্রেড লাইসেন্স ফি, জিএসটি দেওয়ার পরও সাফাইয়ের জন্য টাকা চাইছেন। মাছের দোকান প্রতি ৬ টাকা, আনাজের দোকান প্রতি ১০ টাকা, মাংসের দোকান প্রতি ২০ টাকা। লাটাগুড়ি পঞ্চায়েত সমিতি পর্যটকদের কাছ থেকে ঘরপিছু বাড়তি ৬০০ টাকা করে নিচ্ছে। মহিষাদল পঞ্চায়েত সমিতি পিকনিক করতে আসা মানুষদের কাছ থেকে ১০০ টাকা করে নিচ্ছে সাফাইয়ের জন্য। বাংলায় টাকা নেই। এ ভাবে টাকা তোলা হচ্ছে। জুলুম হচ্ছে পর্যটকদের উপর, দিঘা থেকে বখখালি, দার্জিলিং, কোথাও বাদ নেই সরকারের চাঁদা তোলার ব্যবসা।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram