Suvendu Adhikari: 'চাপে পড়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার', কামদুনি নিয়ে আক্রমণে শুভেন্দু
'চাপে পড়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) রাজ্য সরকার', কামদুনি নিয়ে আক্রমণে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কামদুনির পরিবারের পাশে থাকার আশ্বাস শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার কামদুনিতে (Kamduni Case) বিজেপি মহিলা মোর্চার মিছিলের ঘোষণা শুভেন্দুর। বিচার চেয়ে ২০ জন বিধায়ককে সঙ্গে নিয়ে কামদুনিতে মিছিলের ঘোষণা। 'যারা নো ভোট টু মমতা বলবেন, তারা থাকতে পারেন', কৌস্তভের উদাহরণ দিয়ে মন্তব্য শুভেন্দুর।