Suvendu AdhikarI: 'সন্দেশখালির মা, বোন, দিদিদের সবরকম সাহায্য', আর কী কী আশ্বাস শুভেন্দুর? ABP Ananda Live
১৪৪ ধারা এড়াতে ৩ বিধায়ককে সঙ্গে নিয়েও সন্দেশখালি (Sandeshkhali) যেতে পারলেন না শুভেন্দু (Suvendu Adhikari)। রামপুরেই আটকাল পুলিশ। ২ ঘণ্টা পরে ধর্না প্রত্যাহার। কাল কোর্টে যাওয়ার প্রস্তুতি। ফিরতে হল শুভেন্দুকে। সন্দেশখালির পথে 'বাঁশের কেল্লা' পুলিশের। সায়েন্স সিটির মুখেও শুভেন্দুদের বাস আটকায় পুলিশ। বাসে উঠে বিজেপির বিধায়ক (BJP MLA) সংখ্যা গোনার পর ছাড়া হয়। 'সন্দেশখালির সব মা, বোন, দিদির পাশে থাকব', আশ্বাস শুভেন্দুর। আইনজীবী দিয়ে সাহায্য়ের আশ্বাস।
Tags :
SUVENDU ADHIKARI